Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৯:১৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:২০

সিরাজগঞ্জ: সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।


স্থানীয়রা জানায়, কোভিড ১৯ মোকাবেলা করতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেন। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে স্থানীয়দের অভিযোগ, বেসিনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ধসে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর