ফরিদপুর: দলে ফেরার ঘোষণা দেওয়ার ৪ দিনের মাথায় ফরিদপুরে গ্রেফতার হয়েছেন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদরের গজারিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ জানায়, কোতোয়ালি থানার একটি মামলার সূত্রে ডাবলুকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ওমর ফারুক ডাবলু ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি ওই এলাকার বাসিন্দা মোকসেদ মাতুব্বরের ছেলে। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দলীয় অবস্থান পরিবর্তন করেন।
২০১১ সালে আওয়ামী লীগ নেতাদের সহায়তায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন ডাবলু। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ২০১৮ সালে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হন। পরবর্তীতে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তিনি পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান ডাবলু। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি আবার এলাকায় ফিরে আসেন।
চলতি বছরের ২০ জানুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ডাবলু। ওই অনুষ্ঠানে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজসহ বিএনপির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে ওমর ফারুক ডাবলু পুনরায় বিএনপিতে ফেরার ঘোষণা দেন এবং দলের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। ৪ দিন আগে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরই তার গ্রেফতারের ঘটনা শহরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, “ডাবলু আগে বিএনপির নেতা ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সম্প্রতি তিনি ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থীর গণসংযোগে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার হয়েছেন বলে শুনেছি।”
ফরিদপুর ডিবি পুলিশের ওসি পি এম মামুনুর রশিদ বলেন, “কোতোয়ালি থানায় দায়ের করা ৬ ডিসেম্বর ২০২৫ তারিখের ১৮ নম্বর মামলার সূত্রে ডাবলু চেয়ারম্যানকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।