Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় এলে হিলিকে মাদকমুক্ত করা হবে: আনোয়ারুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ০১:১১

দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।

হিলি: দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, জনগণের রায়ে ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে হিলিকে সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে। প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নও করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর হিলি পৌর শহরের চারমাথা মোড়ে পৌর জামায়াতের আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, “একটি বিশেষ দল জনগণের ওপর আস্থা হারিয়েছে বলেই ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু জনগণের মন জয় করতে হয় ভালোবাসা ও সেবার মাধ্যমে।”

তিনি বলেন, হিলি স্থলবন্দরের যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, বাস্তবে তা হয়নি। পৌর এলাকায় এখনো কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে। পাশাপাশি হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলের হলেও এখানে এখনো কোনো আন্তঃনগর ট্রেন থামে না—এটি অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম বলেন, “প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে গণমানুষকে সঙ্গে নিয়ে হিলিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভোট ডাকাতির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, বিজিবি, র‌্যাব ও সিভিল প্রশাসনের প্রতি আহ্বান জানাই, কেউ যেন জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। প্রতিটি কেন্দ্র থেকে আমাদের প্রাপ্য ভোট বুঝে না নিয়ে কাউকে যেতে দেওয়া হবে না।”

তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

পৌর জামায়াতের আমীর মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের আহ্বায়ক মো. আহম্মেদ ইয়াসির আরাফাত, যুব বিভাগের নেতা মেহেদী হাসান, আব্দুর রশিদসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পথসভা সঞ্চালনা করেন আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মো. মাহবুবুর রহমান। পরে আনোয়ারুল ইসলাম উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর বাজারে অনুষ্ঠিত আরেকটি পথসভায় অংশ নেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো