কুমিল্লা: কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের বাঁচার একমাত্র পথ হলো ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিগবাজি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। শুধু সমালোচনা করে মানুষের জীবনের পরিবর্তন আনা যায় না। সমালোচনা থাকবে, তবে কাজের বিকল্প নয়।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ বাড়ানো হবে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও চালু করা হবে।
সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা আমাদের সমালোচনা করছে, তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, নেই জনগণের সামনে উপস্থাপন করার মতো কোনো পরিকল্পনা। বিএনপিই একমাত্র দল, যারা সরকারে গেলে কী করবে তা ধাপে ধাপে জনগণের সামনে তুলে ধরছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন বাস্তবায়নেই আমরা কাজ করব।
কুমিল্লার কৃষকদের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা। আবার কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে।
জনসভার আগে কুমিল্লাকে পৃথক বিভাগ ঘোষণার দাবি উঠলেও এ বিষয়ে তারেক রহমান কোনো আশ্বাসমূলক বক্তব্য দেননি।