Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১২:২৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:০৮

তারেক রহমানের পক্ষে গণসংযোগ করা হয়েছে।

বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

নির্বাচনি গণসংযোগ ও প্রচার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলো পাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে শেষ হয়।

ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে গণসংযোগে অংশ নেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ’র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী, ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা.মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দাম, ডা. নেয়ামুল সাদ্দাম, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার পরিমল চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী, ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব, আরিব রহমান, আফরাজিম আজাদ, রাফিদুল ইসলাম অমি, শাহ পরান, সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক, নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

গণসংযোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন বার্তা ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কথা বলা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর