Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদ্দামের প্যারোল: বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৩:৪৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩

কারাবন্দি জুয়েল হাসান সাদ্দাম। ছবি: সংগৃহীত

বাগেরহাট: স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর যশোরে কারাবন্দি, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলের (সাময়িক মুক্তি) ইস্যুতে বাগেরহাটের ডিসি ও এসপি কে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাফতরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়।

ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। অডিওতে থাকা কথোপকথনটি সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে গালাগাল শুরু করা হয়। এ সময় পুলিশ সুপারকে কোনো কথাই বলার সুযোগ দেওয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি কয়েকটি ফোন কল পেয়েছেন। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, কে বা কারা এসব করছে, তা খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি হুমকিতে মোটেও বিচলিত নয় বলে জানান। যাদের নিয়ে এমন করা হচ্ছে, আমরা সহযোগিতা দিয়ে তাদের পাশেই ছিলাম।

হুমকিমূলক ফোন কলের ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করার তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর