Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৬

আদমদীঘি থানা

বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীকে খুঁজে পেতে স্ত্রী ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তিনি স্বামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর ফজলুর রহমানের ছেলে কাজলের সঙ্গে বিয়ে হয় একই এলাকার সনিয়া নামের এক মেয়ের। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

বেশ কিছু দিন যাবত কাজল সনিয়ার সঙ্গে খারাপ আচরণ, শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে গত ২৪ জানুয়ারি সকাল ১১ টার দিকে কাজল আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী সনিয়া সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে লোকমুখে জানতে পারেন-অন্য একটি মেয়েকে নিয়ে তিনি পালিয়ে গেছেন। স্বামীর এমন কর্মকাণ্ডে স্ত্রী সনিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

সনিয়া বলেন, ‘আমার স্বামী কাজলের দুটি ফোন নম্বরে বহু বার যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। কখনো ফোন বন্ধ আবার কখনো ফোন ঢুকলেও রিসিভ করছেন না। এ জন্য নিরূপায় হয়ে থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সেইসঙ্গে কেউ তাকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কৃত করব।’

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মৌ-বাক্সে মধু চাষ [ছবি]
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর