Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া সদরে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৮

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া সদর আসনের সবচেয়ে একটা বড় দুর্নাম, এই কুষ্টিয়া সদরে সবচেয়ে বেশি হয় যেটা হয় তার নাম- চাঁদাবাজি-দখলবাজি, দুর্নীতি আর সন্ত্রাস।

সোমবার (২৬ জানুয়ারি) জেলার আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে কুষ্টিয়ার মানুষ হিসেবে কথা দিতে পারি, ভোটের মাধ্যমে আগামীতে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিলে ওই চারটা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দিব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

আমির হামজা বলেন, ‘মে মাসের ৫ তারিখে আমার নামে কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে। এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কলুষিত করছেন। আমার বিশ্বাস এ জাতি এসব মেনে নিবে না ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়ার মানুষের দ্বারে দ্বারে, বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর আমি এই ৬-৭ মাস একাধারে যাওয়ার পরে যেটা বুঝেছি। মানুষ এখন মুখিয়ে আছে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য। আল্লাহপাক আমাদেরকে কবুল করেন এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেওয়ার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

বিইউবিটি রিসার্চ উইক শুরু
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর