চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী উপজেলা ও নগরীর একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ১১ দলীয় জোটের এনসিপি দলীয় জোবাইরুল ইসলাম আরিফসহ ৫ জন প্রার্থী আছেন। একই জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত ডা.আবু নাছেরও প্রার্থী হিসেবে আছেন। তবে জামায়াতে ইসলামী আসনটিতে এনসিপিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। আবু নাছেরও প্রচারণায় নেই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এরশাদ উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক জানিয়েছেন, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠের কাছে নির্বাচনি সমাবেশ চলছিল। সন্ধ্যা ৬টার দিকে প্রার্থী এরশাদ উল্লাহ বক্তব্য দেওয়ার সময় কাছাকাছি স্থানে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘লোকাল জামায়াতের কর্মী এরফানের নেতৃত্বে পাঁচ-ছয়জন মিলে ককটেল নিক্ষেপ করে। আমাদের কর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘প্রার্থী নিজেই ফোন করে হামলার বিষয়টি জানিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।’
এর আগে, গত ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনা ঘটে। এসময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা।