Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে সাবেক যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২৩:০১

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ সোহেল (৩৬) নামে এক সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার চরকাঁকড়ার পেশকারহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ সারেং বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল এক বছর আগে কাতার থেকে দেশে ফিরে আসেন। সে সোমবার বিকেলের দিকে শ্বশুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বলেন, এ বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর