Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে আচরণবিধি লঙ্ঘন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ০০:১২

টাঙ্গাইল: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনি সমাবেশ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনি প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে কার্যালয়টিতে নির্বাচনি প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রার্থী যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আওয়ামী ভোট টানতে মরিয়া সব দল
২৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর