Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে আর.এস.বি ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১১:১৭

রাজবাড়ী: রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি উপজেলায় একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার মেসার্স আর.এস.বি ব্রিকস নামক একটি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স আর.এস.বি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া এই অবৈধ ইটভাটাটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর