Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালপুরে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১২:৩৭

পুড়িয়ে দেওয়া ব্যানার।

নাটোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলালো ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ব্যানার। রাতের আঁধারে কোনো এক সময় দুষ্কৃতকারীরা ব্যানার দুটি পুড়িয়ে দেয়। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ধানের শীষের প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, ঘটনাটি জানার পর পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর