নীলফামারী: পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নীলফামারীর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু ও সাইয়েদ গোলাম আজম,যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ্, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ, মাহবুব রুবেল প্রমুখ।
ছাত্রনেতারা বলেন, হত্যা ও বিগত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী নিষিদ্ধ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘরে বেড়াচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।