Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় গেলে মানুষ মেনে নেবে না: দুলু

ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:১২

নির্বাচনি প্রচারে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর- ২ (সদর ও নলডাঙ্গা) আসনের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১২ ফেব্রুয়ারি কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনি প্রচারে তিনি এসব কথা বলেন।

বিগত নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে আমরা ষড়যন্ত্রের খবর পাচ্ছি। ২০০৮ সালে নাটোরের জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। একইভাবে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তখন ক্ষমতা দখল করা হয়। ২০১৮ সালেও প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। ঠিক সেই কায়দায় যদি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কেউ ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাহলে নাটোরের জনগণ তা প্রতিহত করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বা জাতীয় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে নাটোরের মানুষ তার দাঁতভাঙা জবাব দেবে। সব ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর