Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বন্ধুর চাবির আঘাতে অটোচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২০:০০

রংপুর: রংপুরে মনোমালিন্যের জেরে বাগ্‌বিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্ধু বিজয় (৩২) ঘটনার পরপরই পলাতক আছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর তাতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি ও অভিযুক্ত বিজয় উভয়েই অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন এবং তাতিপাড়ায় ভাড়া বাসায় থেকে একসঙ্গে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়।

বিজ্ঞাপন

এলাকাবাসীদের বর্ণনা অনুসারে, তিন দিন আগে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের একটি ঘটনা ঘটে, যা স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মিটমাট করা হয়। কিন্তু এর জের ধরে মঙ্গলবার সকালে আবারও উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এ সময় বিজয় হাতে থাকা চাবি দিয়ে সজোরে আমিনুলের বুকে আঘাত করেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে আমিনুল তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর বিজয় দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে আমিনুলকে অচেতন অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। হত্যার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর