হিলি (দিনাজপুর): প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলা হিলি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে আমি মনে করছি। আমার নির্বাচনি প্রচারে অনেক বাধার সম্মুখীন হয়েছি। নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত প্রশাসনের নিকট বারবার অভিযোগ করে কোনো ফল পাইনি। এমনকি বিভিন্ন সময় জীবননাশের হুমকির কারণে প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করা হলেও তা দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, তাই আমি মনে করি সুষ্ঠু ভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা সম্ভব নয়।’