নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, ১৭ বছর ধরে বঞ্চিত জনগণ ভোট দানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মাধবদী পৌর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অপেক্ষা আভাবনীয়। তাই আগামী নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে।’
বিএনপির এই নেতা বলেন ‘বিএনপির পক্ষেই সম্ভব একটি জনগণ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আমরা আশা করি নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। অর্পিত দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্ব করলে জনগণ প্রতিরোধ করবে।’