নড়াইল: জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন দেওয়ায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ ও সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), গণঅধিকার পরিষদ (জিওপি) মো. নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো.শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস), ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।