Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলন দেশের সবচেয়ে বড় দল: আনোয়ার খাঁন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ০০:০৩

কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন বলেছেন, ‘সবচেয়ে বড় দল আমরাই। ন্যায় ও ইনসাফের পক্ষে থাকা দলই প্রকৃত অর্থে বড় দল।’  তিনি বলেন, বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হলেও জনগণ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনার সময় তিনি এসব কথা বলেন।

আনোয়ার খাঁন বলেন, ‘খোকসা-কুমারখালীতে হাতপাখা ছাড়া আর কোনো প্রতীক থাকবে না। আমি দীর্ঘদিন রাজপথে জনগণের সঙ্গে কাজ করছি। এই এলাকার জনগণ আমার সঙ্গে আছে। ইনশাল্লাহ, এবার জনগণের ভোটে বিপ্লব ঘটবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আগামী ৫৪ বছরে যেটা হয়নি, আমরা সেটাই করার চেষ্টা করছি। যারা মনে করেন আগের মতো করে ভোটের পরিবেশ তৈরি করা যাবে, তারা ভুল ভাবছেন। আমরা একটি সুন্দর, শান্তি ও শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ চাই। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই।’

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, গ্রাম পর্যায়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও ভোটারদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এসব বিষয়ে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

হাতপাখা প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘নারী ভোটারদের মধ্যেও হাতপাখার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। গণভোটের প্রচারণায় আমরা সবচেয়ে বেশি সক্রিয়। জনগণের আশা-আকাঙ্ক্ষাই আমার রাজনীতির মূল পরিকল্পনা। দীর্ঘদিন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছি। নির্বাচিত হলে এলাকার সব সমস্যার সমাধানে কাজ করব ইনশাল্লাহ।’

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম তাওহীদ আনোয়ারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর