Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরুড়ায় জমি ও পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৫

বরুড়া থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রবিউল (৩০)। তিনি মির্জানগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। গুরুতর আহত ফয়সাল কবীর (৩৫) আগানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল, জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে পেছন দিক থেকে রবিউল ও ফয়সালের ওপর অতর্কিত ছুরিকাঘাত চালানো হয়। ঘটনাস্থলেই রবিউল গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহত ফয়সাল কবীর জানান, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন তাকে ও রবিউলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এসব বিরোধের ফলেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মির্জানগর গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর