Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ ১৭ বছরে যে নির্যাতন করেছে, ১৭ মাসে আরেকটি দলও তাই করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রধান সমন্বয়ক ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কুমিল্লা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রধান সমন্বয়ক ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা টানা সতের বছর আওয়ামী লীগের হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ক্ষমতায় না থেকেও একটি দল গত ১৭ মাসে একই ধরনের নির্যাতনের সংস্কৃতি চালু করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এনসিপির ‘হ্যাঁ’ ভোটের প্রচারে ও হাসনাত আবদুল্লাহর শাপলা কলি মার্কার ভোটের প্রচার উপলক্ষ্যে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ সজীব আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার জন্য আমাদের এ আন্দোলন। যারা দীর্ঘদিন জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে, তারা এখনো সেই পুরোনো কায়দায় রাজনীতি করতে চায়। জনগণ এবার সচেতন, তারা আর ভয়ভীতি ও সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেবে না।’

তিনি দাবি করে বলেন, এনসিপি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এই নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট মানেই পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া।

এর আগে এনসিপির ‘হ্যাঁ’ ভোটের প্রচারে গাড়ি বহর কুমিল্লা শহর থেকে দেবিদ্বারের উদ্দেশে যাত্রা করে। দেবিদ্বারে পৌঁছালে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচার বহরে দলীয় স্লোগান, ব্যানার ও পোস্টারে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় নেতারা বলেন, দেবিদ্বারসহ কুমিল্লার বিভিন্ন এলাকায় এনসিপির প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর