Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ফেলার অভিযোগে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৭:২০

জামায়াত ইসলামীর বিক্ষোভ।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনি বিলবোর্ড ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সংবাদ সম্মেলনর মাধ্যমে এ অভিযোগ করেন জামায়াতের নেতারা। এ ঘটনার তীব্র প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে দিয়ে অতিক্রম করে বিএনপির জেলা কার্যালয়ের সামনে দিয়ে চৌরাস্তা হয়ে পুনরায় বড় মাঠে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কাপুরুষের মতো জামায়াতের নির্বাচনি বিলবোর্ড ভেঙ্গে ফেলা হয়েছে। পরিকল্পিতভাবে জামায়াত প্রার্থীর প্রচারে বাধাগ্রস্ত করতেই এ ধরনের ভাঙচুর চালানো হয়েছে।

বক্তারা আরও বলেন, শুধুমাত্র বিলবোর্ড ভেঙ্গে দাঁড়িপাল্লাকে দমিয়ে রাখা যাবে না। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ।

তারা জানান, ইতোমধ্যে প্রশাসনকে ঘটনাটি অবগত করা হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ অন্যান্যরা অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর