সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাকে ‘এ ক্যাটাগরির’ জেলা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে ‘এ ক্যাটাগরির’ জেলায় উন্নীত করা হলো।
বর্ণিত ক্যাটাগরির প্রাপ্যতা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল ও অন্যান্য সুবিধাদি–সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আট বা তার বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’ শ্রেণি, পাঁচ থেকে সাত উপজেলা থাকা জেলাকে ‘বি’ শ্রেণি এবং চার বা তার কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণিভুক্ত করা হয়ে থাকে। তবে এসব শর্তের বাইরেও সরকার বিশেষ বিবেচনায় কোনো জেলাকে নির্দিষ্ট শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে পারে। এ ছাড়া অবস্থানগত কারণে গুরুত্ব দিয়ে কোনো কোনো জেলাকে বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়।
সাতক্ষীরা জেলা এত দিন ‘বি’ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। এ জেলায় সাতটি উপজেলা রয়েছে। তবে বিশেষ বিবেচনায় এবার জেলাটিকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণির জেলা থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। সাতক্ষীরায় সুন্দরবন রয়েছে। ভোমরা স্থলবন্দর এখন একটি গুরুত্বপূর্ণ বন্দর। সাতক্ষীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি জেলা। এসব বিবেচনায় জেলাটিকে ‘এ’ শ্রেণির জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের ২০২০ সালের ৬ আগস্ট জারি করা পরিপত্রে দেশের ৬৪টি জেলার শ্রেণি হালনাগাদ করা হয়েছিল।
ওই পরিপত্র অনুযায়ী ‘এ’ শ্রেণির জেলা ২৬টি, ‘বি’ শ্রেণির ২৬টি এবং ‘সি’ শ্রেণির ৬টি। এ ছাড়া অবস্থানগত কারণে বেশি গুরুত্বপূর্ণ ছয়টি জেলা বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা জেলা ‘এ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হবে। ফলে ‘এ’ শ্রেণির জেলা হবে ২৭টি এবং ‘বি’ শ্রেণির জেলা হবে ২৫টি।
বিশেষ ক্যাটাগরির ছয় জেলা- ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ।
‘এ’ ক্যাটাগরির জেলা- কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, বগুড়া, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা। এখন সাতক্ষীরা যুক্ত হবে।
‘বি’ ক্যাটাগরির জেলা- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, বরগুনা, জামালপুর ও শেরপুর।
‘সি’ ক্যাটাগরির জেলা- মাদারীপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও ঝালকাঠি।