Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি নির্বাচিত হলে দুর্নীতি করছি কি না, আপনারাই পাহারা দেবেন: মুশফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:২১

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে আপনারাই আমাদের পাহারা দেবেন; আমরা কোনো দুর্নীতি করি কি না। বিগত সময়েও দুর্নীতি করিনি, ভবিষ্যতেও করব না।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না। যারা মাদক ব্যবসা, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারা আমাদের কাছে আসবেন না।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কসবা পৌর শহরের সুপার মার্কেট চত্বরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, দেশের সবচেয়ে বড় শত্রু এখন মাদক, স্বৈরাচার ও দুর্নীতি। এই তিনটি অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে যুবকরাই হবে অগ্রভাগের সৈনিক। যুবকরাই আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করবে এবং ১২ ফেব্রুয়ারি বিএনপিকে বিজয়ী করে আনবে।
দেশের চলমান সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, সারাদেশে ভয়াবহ বেকারত্ব বিরাজ করছে, কর্মসংস্থান নেই, কৃষক ন্যায্যমূল্যে সার ও উৎপাদন উপকরণ পাচ্ছে না। রাস্তা-ঘাট, খেলাধুলা ও সামাজিক উন্নয়নের চিত্র করুণ। এমনকি মসজিদের ইমামরাও ন্যায্য সম্মান থেকে বঞ্চিত। এসব সমস্যার বাস্তব ও টেকসই সমাধানই বিএনপির রাজনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য।
বিগত ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে হয়েছে মাদক ব্যবসা আর দুর্নীতি। জনগণ প্রকৃত উন্নয়ন কিছুই পায়নি।
তবে বর্তমান প্রশাসন আগের মতো দলীয় ভূমিকা রাখছে না দাবি করে তিনি বলেন, ভোটের পরিবেশ বদলেছে, দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই এবং ভোটাররা নিজের ভোট নিজেই দিতে পারবেন।
নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মুশফিকুর রহমান বলেন, সারাদেশে সাড়ে চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কসবা-আখাউড়াতেও বিপুলসংখ্যক নতুন ভোটার রয়েছেন। আপনারা শুধু ভোট দেবেন না, ভোট দিয়ে ভোট রক্ষা করবেন।
এজন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইবার নির্দেশ দেন তিনি।
সমাবেশে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জিয়াউল হুদা সিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, বিশেষ বক্তা ছিলেন সাবেক ভিপি তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম ও কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর