Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান আসিফ মাহমুদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২৩:০৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ব্রাহ্মণবাড়িয়া: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে নির্বাচনি পথযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ে যারা কথা দিয়ে কথা রাখেনি, আমরা তাদের মতো হবো না। আমরা আগেও কথা রেখেছি, রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি। ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত থাকবে।

আসিফ মাহমুদ বলেন, ‘এবার নির্বাচনে আরেকটি ব্যালটে ভোট হবে, সেটি হলো গণভোট। আমরা মনে করি, ভবিষ্যতেও যদি আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে চান এবং বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ঘুষ, মামা-দাদার প্রভাব ছাড়াই চাকরি পেতে চাইলে, ব্যাংকে রাখা নিজের টাকার নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে এবং আদালতে ন্যায়বিচার পেতে চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন।

দুর্নীতি ও অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, যদি দেশে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি অভিযোগ করে বলেন, একটি দলের নেতারা প্রকাশ্যে মা-বোনদের বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। তাদের হাত থেকে রক্ষা পেতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ১১ দলীয় জোট প্রতিরোধ গড়ে তুলবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর