ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়যা গ্রামের বাসিন্দা।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক এসআই শিমুল মোল্লা বলেন, এ ঘটনায় রাতেই বোয়ালমারী থানার অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিদেশি অস্ত্রসহ আটক হওয়া মাহবুবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।