Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে ২ ভাইকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৬:০০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:০১

আহত রবিন এবং আলিফ

ফরিদপুর: মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গ্রামে মাদক নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। আহত দুই ভাই ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের কর্মী।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। প্রতিবেশী আব্দুল খালেক এর ছেলে জিহাদ মোল্লার (৩৪) বিরুদ্ধে এই ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে আবিদ হাসান রবিন (২৬) ও আলিফ হাসান (২২)।

হাসপাতালে আহতদের দেখতে এসে আবুল বাসার এই ঘটনায় বিএনপিকে দায়ী করে অভিযোগ করেন। তিনি বলেন, যাদের আহত করা হয়েছে তারা আমার কর্মী। আমার ব্যানার লাগাতে গেলে ওদের ওপর হামলা করে ধানের শীষের লোকজন। ওরা দুইভাই গুরুতর আহত হয়েছে। জিহাদ নামের একটা ছেলে এই ঘটনা ঘটিয়েছে। আমি তাকে চিনি না। তারা আমাদের বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে।

বিজ্ঞাপন

যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিএনপির প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ওদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। শুনেছি মাদকসংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। নির্বাচনকে সামনে রেখে এসব পারিবারিক বিষয়কে রাজনৈতিক বানানোর অপচেষ্টা করা হচ্ছে। ওই ব্যক্তি বিএনপির কেউ নয়।

আহতদের বড় চাচা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা মো. ইসহাক বলেন, ‘জিহাদ একজন নেশাগ্রস্ত ব্যক্তি। পনেরো দিন আগে জিহাদের দলের একজন গাঁজাসহ যৌথবাহিনীর কাছে ধরা পড়ে। আমাদের পাশাপাশি বাড়ি হওয়ায় ওরা সন্দেহ করে যে আমি ওদের ধরিয়ে দিয়েছি। আমার ধারণা এই নিয়েই ঝামেলার সূত্রপাত। আজ বিকেলে আমার দুই ভাতিজা বাড়ির সামনে দোকানে বসে ছিল। হঠাৎ করে চাকু নিয়ে অতর্কিতভাবে এসে ওদের দুই ভাইয়ের ওপর হামলা করে জিহাদ। সে স্থানীয় একটি জুট মিলের শ্রমিক।’

ইসহাক আরও বলেন, ‘এখানে রাজনৈতিকভাবে কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। জিহাদের বড় ভাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। জিহাদ সারাক্ষণ নেশাগ্রস্ত থাকে। নির্বাচন নিয়ে কোনো মত পার্থক্য বোঝার মতো ক্ষমতা জিহাদের নাই।’

মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, এটি পারিবারিক ও মাদকসংক্রান্ত দ্বন্দ্ব বলে জেনেছি। উভয়ই নিকটতম প্রতিবেশী। দুই পক্ষই হাসপাতালে ভর্তি হয়েছে শুনেছি। তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর