Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় নৌপুলিশের স্পিড বোটে আগুন, দগ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭

নৌপুলিশের স্পিড বোটে আগুন।

বাগেরহাট: মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় নৌপুলিশের একজন সদস্য দগ্ধ হন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোংলায় নৌপুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষ্যে বুধবার রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে মোংলা নৌ পুলিশ ফাঁড়ির স্পিড বোট চালক কনস্টেবল-৬৪১ কাজী মাহাবুব হাসান এবং স্পিড বোট হেলপার (সিভিলিযান) শামীম তেল আনার জন্য দিগরাজ বাজুয়া ঘাট এলাকায় যায়। ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়ে পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে আসার প্রস্তুতির সময় বোটের ইঞ্জিন চালু করতে গেলে ব্যাটারির সংযোগ স্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটটি আগুন লাগে এবং জ্বালানি পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এ সময় হেলপার সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌপুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী, মোংলা ফায়ার ব্রিগেড, কোস্ট গার্ড ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় হাই স্পিডবোটের দুইটি ইঞ্জিন ও বোটের অধিকাংশ অংশ পুড়ে যায।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর