Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান যাচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২২:১০

জাপান যাচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী।

খুলনা: সাকুরা সায়েন্স অ্যাক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭জন কৃতী শিক্ষার্থী। জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাজেন্সি (জেএসটি)-এর সহায়তায় পরিচালিত এ প্রোগ্রামটি খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে সই করা সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। ইনভাইটেড ফ্যাকাল্টি হিসেবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে উপ-উপাচার্যকে অবহিত করেন।

বিজ্ঞাপন

প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়ারনমেন্ট ডিসিপ্লিনের গাজী ইকরামুল হক রাকিব, তাসফিয়া জামান রোশনী, শিউলি চাকমা, দেবাশীষ অধিকারী, বিজ্ঞ দাস অতনু, জয় কুমার ঘোষ এবং অর্থনীতি ডিসিপ্লিনের মো. সজীব মিয়া।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী অ্যাক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করছে, তাদের অন্যতম দায়িত্ব হবে ভবিষ্যতের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি তিনি ভবিষ্যতে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ লাভের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্যা অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়ারনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা জাপানে অবস্থান করবেন। এ সময় তারা ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে আয়োজিত অ্যাক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বিভিন্ন অ্যাকাডেমিক ও ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের উপস্থাপনা, দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময়, সেমিনার ও গ্রুপ ডিসকাশন উল্লেখযোগ্য। এছাড়া শিক্ষার্থীরা কুরোফুজি ফার্ম পরিদর্শন করবেন, যেখানে জাপানের হাতেগোনা জেএএস-সার্টিফায়েড অর্গানিক ডিম উৎপাদন করা হয়। সেখানে তারা অর্গানিক ফার্মিং, কৃষি-লাইভস্টক সমন্বয় এবং অ্যানিমেল ওয়েলফেয়ার সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন।

প্রোগ্রামের অংশ হিসেবে তারা সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত স্মার্ট এগ্রিকালচারের মাধ্যমে টমেটো উৎপাদনকারী প্রতিষ্ঠান এগ্রিমাইন্ড কোং লিমিটেড পরিদর্শন করবেন এবং ইয়ামানাশি প্রিফেকচারের বিভিন্ন কৃষি উৎপাদন কেন্দ্রে সরাসরি কৃষিকাজের অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি জাপান ও বাংলাদেশের কৃষিখাতের চ্যালেঞ্জ, বিশেষ করে সয়েল স্যালাইনিটি ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধান নিয়ে দুই দেশের শিক্ষার্থীরা যৌথভাবে গ্রুপ ডিসকাশন ও উপস্থাপনায় অংশ নেবেন। এসব কার্যক্রমের মাধ্যমে কৃষি ও পরিবেশভিত্তিক গবেষণায় ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর