Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চ প্রস্তুত, রংপুর আসছেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ০১:১০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

রংপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২৪ বছর পর আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি রংপুর বিভাগের কালেক্টরেট ঈদগাহ মাঠে একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এই সফরকে ঘিরে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন। বিএনপি নেতাদের আশা, এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা, যেখানে লক্ষাধিক সমর্থকের উপস্থিতি প্রত্যাশিত।

এই সফর বিএনপির উত্তরাঞ্চলীয় নির্বাচনি প্রচারাভিযানের অংশ। তারেক রহমানের ৩দিনের এই সফরে রংপুরে তারেক রহমান বিকেল পৌনে চারটায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন।

বিজ্ঞাপন

সভায় তিনি রংপুর বিভাগের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর দলের নেতাকর্মীদের জন্য ‘টনিকের মতো’ কাজ করবে এবং গণজাগরণ সৃষ্টি করবে।

দীর্ঘদিনের অপেক্ষার পর তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ঢাকা থেকে আসা ‘রাজ সাউন্ড’ কোম্পানির অপারেটর মেহেদী হাসান জানিয়েছেন, মাঠের ভিতর-বাইরে ২০০টি মাইক টাঙানো হচ্ছে, এছাড়া অতিরিক্ত ২০টি মাইক প্রস্তুত রাখা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মাঠ পরিদর্শন করে বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা।’

রংপুর মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আজিজুল ইসলাম বলেন, ‘প্রিয় নেতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে আসছে।’

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, ‘দলীয় নেতাকর্মীসহ রংপুরের মানুষ উদগ্রীব হয়ে আছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তার সফর প্রার্থীদের জন্য বাড়তি পাওয়া।’

কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ লাবু বলেন, ‘প্রিয় নেতাকে একনজর দেখার জন্য রংপুরের মানুষ মুখিয়ে আছে। বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, সফরকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমে জানানো হবে।

মহানগরের সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, ‘দলের চেয়ারম্যানকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে নির্বাচনী আচরণবিধি মেনে বড় আয়োজন করা হয়নি।’

দৈনিক দিনকালের রংপুর প্রতিনিধি সালেকুজ্জামান সালেক বলেন, ‘২০০৩ সালে শীতের রাতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তারেক রহমান রংপুরবাসীর প্রশংসা কুড়িয়েছিলেন। এবার তিনি অবহেলিত রংপুরকে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা তুলে ধরবেন।’

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, ‘প্রিয় নেতার আগমনে রংপুরের মানুষের মধ্যে নতুন প্রাণ ফিরে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে মামলার জট কমবে এবং রংপুরবাসীর প্রত্যাশা পূরণ হবে।’

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মনজুর আহমেদ আজাদ মনে করেন, তারেক রহমানের আগমনে স্থবির ব্যবসায় নতুন গতি ফিরবে।

জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মজিদ আলী জানিয়েছেন, ‘সমাবেশ ঘিরে কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া আছে।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহাজান আলী বলেছেন, ‘পুলিশের একাধিক টিম কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।’

রংপুরের মানুষ দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসানের আশায় উজ্জীবিত। এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় একটি মাইলফলক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬

আরো

সম্পর্কিত খবর