Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-১ আসনের নির্বাচনি প্রচারে স্বতন্ত্র প্রার্থী দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১১:০৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১১:৩৪

গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

ফরিদপুর: ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন গ্রামের হাটে বাজারে ঘুরে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। এসময় ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকার মানুষের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, টেন্ডারবাজি ও মামলা বাণিজ্য রোধে আপনার মূল্যবান ভোট হবে জাহাজ প্রতীক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর- ১ আসনের বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার হাটবাজার চায়ের দোকান এমনকি অলিত গলিতে সরাসরি ভোটারদের কাছে গিয়ে নিজের প্রতীক জাহাজ মার্কায় ভোট দিতে ভোটারদের অনুরোধ করছেন।

বিজ্ঞাপন

আরিফুর রহমান দোলন বলেন, আমি সভা সমাবেশ মিছিল করতে চাই না, আমি চাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করতে। আর এ কারণে সকাল থেকে রাত অব্দি ছুটে চলছি মানুষের কাছাকাছি।

তিনি আরও বলেন, এই আসনের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করতে চাই, আমি চাইবো কোনো মানুষ যেন মিথ্যা মামলার শিকার হয়ে ভোগান্তিতে না পড়ে। নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন এটি এখন পর্যন্ত মিশ্র, বড় রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন কমিশনের প্রদত্ত আইন সঠিকভাবে মেনে চলছেন না। কেউ কেউ পেশি শক্তি ব্যবহার করে ভয়-ভীতি দেখাচ্ছে ভোটারদের । আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের অধীনে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বিষয়টি গুরুত্ব দেবেন।

উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাংবাদিক আরিফুর রহমান দোলন ৮৬ হাজার ভোট পেয়েছিলেন। ফরিদপুর-১ আসনে মোট প্রতিদ্বন্দি প্রার্থী ৯ জন, ভোটার ৫ লাখ ১০ হাজার ৫৫৬ জন। তিন উপজেলায় ভোট কেন্দ্র ১৯৭টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর