Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী দুলুর নির্বাচনি ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৪:০৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৪:১০

বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুলু স্থানীয় উন্নয়নে তার পরিকল্পনাগুলো তুলে ধরেন।

ইশতেহারে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য,কর্মসংস্থান,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নানামুখি চ্যালেঞ্জ বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ সহ মিডিয়া সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,গত ১৭ বছর নাটোরের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। নাটোরে যারা কথিত ভোটের এমপি হয়ে দায়িত্ব পালন করেছেন তারা নাটোরকে কিছুই দিতে পারেনি। নাটোরে যা দৃশ্যমান উন্নয়ন সব বিএনপির হাত ধরে। তাই আগামি দিনের নির্বাচন হবে নাটোরের মানুষের উন্নয়নের নির্বাচন।বঞ্চনা থেকে মুক্তির নির্বাচন।

বিজ্ঞাপন

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে বলেন, ইশতেহারের বাইরে নাটোরের উন্নয়নের যা যা করণীয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে
পরামর্শ করে তা বাস্তাবায়নের চেষ্টা করা হবে।

এটা তার স্বপ্নের ইশতেহার উল্লেখ করে দুলু বলেন, যে নাটোরের স্বপ্ন তিনি দেখেন নির্বাচিত হলে সকলের সহযোগিতায় সেই নাটোর তিনি উপহার দিতে চান। নির্বাচনের পর পর চেহারা বদলে যাবে। বদলে যাওয়া সেই নাটোরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে স্থান দেবেন না বলেও জানান।

বিজ্ঞাপন

উত্তরায় বাসে আগুন
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

আরো

সম্পর্কিত খবর