মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিস্কারের প্রতিবাদে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য সচিবসহ ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের ঘোষণা দেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া ও মীরকাদিম পৌরসভা) ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন নেতা মহিউদ্দিন আহমেদকে সমর্থন দিলেও তাদের মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মজিবুর রহমানসহ মোট ১৩ জন নেতাকে বহিস্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের প্রতিবাদে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে দলের সব পদ থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগকারী অন্যান্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব গিয়াসউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, এম এ হানিফ, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ মোট ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেন।
এদিকে আরও অর্ধশতাধিক নেতাকর্মী শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজী ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ মোট ১৩ জন নেতাকর্মীকে এরই মধ্যে বহিস্কার করা।