পটুয়াখালী: সমুদ্র থেকে ভেসে আসছে হিমেল হাওয়া, সঙ্গে ছোট ছোট ঢেউয়ের গর্জন। সাপ্তাহিক দুই দিন ছুটি উপলক্ষ্যে শীত মৌসুমের শেষ সময়ে এমন মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।
শীতল আবহাওয়া আর সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন সৈকতের নানা প্রান্তে। অনেকে সৈকতের পাতা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে আবার সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। অনেকে আবার ঘোড়া, ওয়াটারবাইক ও মোটরবাইক সহ বিভিন্ন যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে এক উৎসবের আমেজ।
বাড়তি পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোত। বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল।
কুয়াকাটা রিজওয়ানের ট্যুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর তাপস চন্দ্র রায় বলেন, ‘আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।’