Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৮:৩১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৯:৫০

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান

রংপুর: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে তিনি কবর জিয়ারত করেন এবং শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

এ সময় তিনি শহিদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

দলীয় সূত্র ও স্থানীয় প্রতিবেদন অনুসারে, বিকেল পৌনে ৬টার দিকে পীরগঞ্জে পৌঁছে তারেক রহমান কবর জিয়ারত করেন। এরপর শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করার দাবি শোনেন।

বিজ্ঞাপন

শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা তারেক রহমানের সঙ্গে কথোপকথনে তাদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

এই জিয়ারতের পর তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিবেন। সেখানে মাগরিবের নামাজের পর বক্তব্য দিবেন। জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

পীরগঞ্জের এই এলাকায় তার আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পুলিশ, গোয়েন্দা টিম ও সাদা পোশাকের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

এই সফর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলে বিএনপির গণজোয়ারকে আরও শক্তিশালী করবে বলে দলীয় নেতারা মনে করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর