সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শুধু তাদের কর্মীরাই সুবিধা পাবে এবং দলটি সার্বজনীন নেতৃত্ব দিতে সক্ষম নয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
কাজী আলাউদ্দীন অভিযোগ করেন, জামায়াত পরিচালিত প্রতিষ্ঠানে দলীয় কর্মীদের বাইরে চাকরির সুযোগ সীমিত। তিনি বলেন, ধানের শীষের প্রার্থী এগিয়ে থাকায় প্রতিদ্বন্দ্বীরা ভোট বিভাজনের কৌশল নিচ্ছে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, ২০০১ সালে এমপি থাকাকালে কালিগঞ্জ ও দেবহাটায় বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে, যার সুফল এখনও মানুষ পাচ্ছে। পুনর্নির্বাচিত হলে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি রোধে কাজ করবেন বলেও জানান তিনি।
জনসভায় রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান শিমুর সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলার সাবেক সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সিনি. যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামানসহ উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।