ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমরা আওয়ামী লীগের আমলের মতো ভোট ছাপানোর নির্বাচন চাই না। আমাদের দলের কেউ যদি ভোট ছাপানোর মতো অপরাধে জড়িত হয়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে; প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দেওয়া হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ ও মৈন্দপূর্বসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মাহবুব শ্যামল আরও বলেন, ভোটের দিন ভোরে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দল বর্তমানে ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচারণা চালানো হচ্ছে, যা ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।