কুষ্টিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম তার বক্তব্যে জামায়াতকে দাজ্জালের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নামের প্রলোভন দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তান দেখলে যেমন আউজুবিল্লাহ বলতে হয়, তেমনি জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফুটবল মাঠে অনুষ্ঠিত জেন-জি কার্নিভালে তিনি এ মন্তব্য করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ‘রক্তের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে আছে। সেই রক্তের ঋণ শোধ করতে ১২ তারিখ ধানের শীষকে প্রত্যেক আসন থেকে বিজয়ী করতে হবে।’
কার্নিভালে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমরা লড়াই করেছি, কখনো পালাইনি, আত্মগোপনে যাইনি। আমরা ছাত্রলীগের মতো সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাইনি। নিজের সংগঠনের পরিচয় দিতে গিয়ে আমি কখনো বিব্রতবোধ করি না। ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে যারা জাতীয় ঐক্য বিনষ্ট করেছে, সেই জামায়াত ও শিবিরের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ১২ তারিখ বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে।’
কয়েক হাজার তরুণের অংশগ্রহণে আয়োজিত এই জেন-জি কার্নিভালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রদল নেতা শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশাসহ অন্যান্য নেতারা।
স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেন-জি কার্নিভালের সমাপ্তি ঘটে।