পিরোজপুর: পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাসফরের সময় বাসে ‘জয় বাংলা’ স্লোগান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করে উচ্ছ্বাস প্রকাশের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি গত ২৮ জানুয়ারি ধারণ করা হলেও শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তা সাজাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
জানা যায়, শিক্ষার্থীরা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষাসফরে যায়।
ভিডিওতে দেখা গেছে, শিক্ষাসফরে যাওয়ার সময় বাসে বসে তার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ সময় তারা নিজেরায় ভিডিওটি ধারণ করেন।
অভিভাবকরা কলেজ প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে কলেজের নেতৃত্ব অতিরিক্ত রাজনৈতিক সংযুক্তির কারণে শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তারা বলেন, আমরা সন্তানদের পড়াশোনার জন্য এখানে পাঠাই, রাজনৈতিক উচ্ছ্বাস দেখানোর জন্য নয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।