ভোলা: ভোলা-১ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছি। আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌমোহনী মাদরাসা মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, গত ১৭ বছরে গুম, খুন, গ্রেফতার ও নির্যাতনের মতো নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা। তিনি দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষও এ দেশের সন্তান এবং তাদের ওপর কোনো ধরনের নির্যাতন হতে দেওয়া হবে না। “একজন মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ”—বলেন তিনি।
তিনি আরও বলেন, ভোটে নির্বাচিত হলে কোনো ধর্ম বা দলের মানুষের ওপর নির্যাতন হতে দেবেন না। টেন্ডারবাজি, জমি ও চর দখল এবং সালিশের নামে অর্থ আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।