Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১২:১৪

উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার, ককটেল তৈরির উপকরণ, লোহার পাইপ, বৈদ্যুতিক তার, ব্যাটারি, কেমিক্যালসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত সামগ্রীগুলো দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
৩১ জানুয়ারি ২০২৬ ১০:৫৩

আরো

সম্পর্কিত খবর