Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের বিজয়কে নস্যাৎ করতে একটি শক্তি চক্রান্তের চেষ্টা করছে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমাদের সুনিশ্চিত বিজয়কে নস্যাৎ করতে একটি শক্তি ষড়যন্ত্র ও চক্রান্ত করার চেষ্টা করছে।’

শনিবার (৩১ জানুয়ারি) নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচার চলাকালে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ‘বাংলাদেশে মানুষ একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়। এই নির্বাচনকে ব্যাহত করার জন্য যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে, সেই রাজনৈতিক গোষ্ঠী আবারও সক্রিয় হয়েছে। এর মোকাবিলায় বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিজ্ঞাপন

এই সময় জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন শিকদারসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার খুলনায় আসছেন তারেক রহমান
৩১ জানুয়ারি ২০২৬ ১৭:১৮

আরো

সম্পর্কিত খবর