Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২০:১০

চৌদ্দগ্রাম থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় নির্বাচনি সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জগন্নাথ দিঘী ইউনিয়নের হাটবাইর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিবিরকর্মী রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল, রিফাত সানি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরীর নাম পাওয়া গেছে। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশ শেষে ফেরার পথে হাটবাইর এলাকায় পৌঁছালে জামায়াতের কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি উত্তেজনা দেখা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, উসকানিমূলক বাকবিতণ্ডা দ্রুতই সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, ‘বিএনপির মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে সশস্ত্র হামলায় আমাদের কমপক্ষে পাঁচজন কর্মী আহত হয়েছে।’ তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও বিএনপি নেতা মিজান খান ও মোবারক চৌধুরীর মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ কাউছার হোসেন বলেন, ‘ঘটনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেননি। মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর