Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যসেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২০:৪০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

খুলনা: খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে স্বাস্থ্যসেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রান্তিক পর্যায়ের মানুষেরা যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনার রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (রূপসা উপজেলা শাখা) আয়োজিত পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আধুনিক মানের চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। যাতে কোনোক্রমেই মানুষ চিকিৎসা-সেবা থেকে বঞ্চিত না হয়।’

এ ছাড়া ওষুধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তারা যেন রূপসা ঘাটে বিনা টোলে ওষুধের কার্টুন নিয়ে যাওয়া-আসা করতে পারে এ ব্যাপারে গুরুত্বসহকারে দেখা হবে বলেও তিনি জানান।

সমিতির সভাপতি শাহ্ জামান প্রিন্সের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম প্রমুখ।

সারাবাংলা/এআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর