Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২০:৫১

পারবতী রাণীর মরদেহ

পাবনা: জেলার ভাগুড়ায় সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পারবতী রাণী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিংয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার বিকেলে দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের দিয়ারপাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে ওই নারীর মরদেহ সড়কের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভাগুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর