Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা নদীতে গোসলে নেমে এমআইএসটির শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নাইম নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী একটি নৌকায় করে পদ্মা সেতু দেখতে যান। সেতুর কাছে পৌঁছে তাদের মধ্যে তিনজন নদীতে গোসল করার জন্য নামেন। এ সময় দুজন শিক্ষার্থী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও অপর একজন নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমলো
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

আরো