Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে মৃত ২ বাংলাদেশির দাফন হবে মদিনায়


৫ মার্চ ২০১৯ ১৪:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুই বাংলাদেশির মৃতদেহ মদিনাতেই দাফন করা হবে বলে জানিয়েছেন তাদের পরিবার। মৃতরা হলেন- নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার নাজিম উদ্দিন (৬০) ও তার চাচা জয়নাল আবেদীন (৭৫)।

জয়নাল আবেদীনের ছেলে হামিদ মিয়া ও নাজিম উদ্দিনের মেয়ের জামাই ওবাইদুল ইসলাম জানান, হজে গিয়ে প্রাণ হারানো দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে না। পরিবারের পক্ষ থেকে মদিনাতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

গত সোমবার সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ওই চাচা ও ভাতিজা নিহত হন। তাদের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও তার চাচা জয়নাল আবেদীন ওমরাহ হজ পালন করতে সৌদিতে আরবে যান। সৌদিতে ওমরাহ পালন শেষে সোমবার সন্ধ্যায় নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন পরিবারের সদস্যদের নিয়ে মদিনা জিয়ারত করতে যাচ্ছিলেন।

ওই সময় তারা ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে গাড়ি থেকে নামেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে বন্যায় ১২ জনের প্রাণহানি

বাংলাদেশি মদিনায়

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর