Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিরক্ষরমুক্ত জাতি গড়ার পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী’


৯ মার্চ ২০১৯ ১০:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ  হাসিনা নিরক্ষরমুক্ত জাতি গড়তে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। যা অন্য কোনো সরকারের আমলে সম্ভব ছিল না।

শনিবার (৯ মার্চ) সকালে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার বরপা হা‌মির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন অ্যান্ড হাইস্কু‌লে বা‌র্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

তারাবো পৌরসভার ‌মেয়র হা‌সিনা গাজী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিন বই হাতে তুলে দেওয়ার কারণে ঝরে পড়া রোধ হওয়ার পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জাতি যতবেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। এ দেশের ইতিহাস সম্পর্কে ছেলে-মেয়েদের জানতে হবে।

হা‌মির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কু‌লের প্রতিষ্ঠাতা প‌রিচালক ডাক্তার মোহাম্মদ হা‌নিফ সাউদের সভাপ‌তি‌ত্বে ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আরহাজ মোহাম্মদ রমজান হোসেন সাউদ, তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ‌সি‌নিয়র সহ সভাপ‌তি আলহাজ মোখ‌লেসুর রহমান ভুঁইয়া, প‌লিমার গ্রু‌পের চেয়ারম্যান শা‌হিন ভুঁইয়া স্বপন, উপজেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর র‌হিম মাস্টার, তারাবো পৌরসভার কাউন্সিলর আসমা বেগম, রূপগঞ্জ ইউ‌নিয়ন কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সভাপ‌তি আব্দুল্লাহ আল মামুন, তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি অলি উল্লাহ মি‌জি, হা‌মির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কুলের প‌রিচালক হাজেরা সাউদ শশী ও প্রধান শিক্ষক খা‌দিজা আক্তারসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

তারাবো মেয়র রুপগঞ্জ হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর