Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড


১৩ মার্চ ২০১৯ ১৮:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ মার্চ) উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেছে। ওয়েভ ফাউন্ডেশন এ আয়োজন করে।

‘মাদক ও বাল্যবিয়েকে না বলুন, বাল্যশিক্ষাকে হ্যা বলুন’ স্লোগানে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চত্বরে শিক্ষার্থীরা শপথ নেয়। বাল্যবিয়ে, যৌর হয়রানি ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে মানসম্পন্ন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। একইসঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এমএইচ

চুয়াডঙ্গা বাল্যবিয়ে প্রতিরোধ মাদক বিরোধী


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর